Logo
Logo
×

সারাদেশ

সরকার সঠিক পথেই এগোচ্ছে: ডা. তাহের

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৬ পিএম

সরকার সঠিক পথেই এগোচ্ছে: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, অন্তবর্তীলীন সরকার সঠিক পথেই এগোচ্ছে। আমরা বিশ্বাস করি, প্রয়োজনীয় সংস্কার শেষ হলে তারা নির্বাচনের আয়োজন করবে। একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। 

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের সব সেক্টরকে দলীয়করণ করে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। কোথাও কোনো শৃঙ্খলা নেই। তাই এ সরকার এসব সংস্কার করতে হিমশিম খাচ্ছে। আশা করি তারা সব সেক্টরের যথাযথ সংস্কার সম্পন্ন করতে পারবে।  

শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আয়োজিত চৌদ্দগ্রাম উপজেলার হাজী জাফর আলী সরকারী পাইলট স্কুল মাঠে মহিলাকর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তাহের বলেন, সংস্কার খুব বেশি প্রয়োজন। কারণ বিগত ৫৪ বছরের রাজনীতি, সংবিধান এবং নির্বাচন পদ্ধতিতে যে ঝঞ্জাল তৈরী হয়েছে, এটির সংস্কার অতি প্রয়োজন। 

কর্মীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, শত শত কর্মীরা বিগত সরকারের অত্যাচারে এলাকায় আসতে পারে নাই, স্ত্রী সন্তানদের দেখভাল করতে পারে নাই, অনেক কর্মীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। 

তিনি বলেন, আগামী দিনে জামায়াত সরকার গঠন করলে ইসলামী শরীয়াহ সম্মতভাবে দেশ চালানো হবে। শরীয়াহর মাধ্যমে দেশে একটি সুন্দর পরিবেশ তৈরি করা হবে। বাংলাদেশকে একটি উন্নয়নশীল সমৃদ্ধ দেশে রূপান্তর করা হবে। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি শাহিনা আক্তার, কুমিল্লা অঞ্চল সহকারী ফেরদৌসী সুলতানা, রাজনৈতিক ও পার্শ্ব সংগঠন বিভাগীয় সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইটি, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি সাইদা রুম্মান, কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা। আরও বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আমির মুহাম্মদ মাহফুজুর রহমান, জেলা আমির মোহাম্মদ শাহজাহান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম