Logo
Logo
×

সারাদেশ

বকেয়া বেতন দাবিতে সাভারে সড়ক অবরোধ বিক্ষোভ

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৭ পিএম

বকেয়া বেতন দাবিতে সাভারে সড়ক অবরোধ বিক্ষোভ

সাভার ও আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড ও চেইন অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের সিংঙ্গাইর-হেমায়েতপুর ও বিশমাইল-জিবারো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে সকাল থেকে বিকাল পর্যন্ত আঞ্চলিক সড়ক দুটিতে যান চলাচল বন্ধ রয়েছে।

শ্রমিকরা জানান, জানুয়ারি মাসের বেতন দেই, দিচ্ছি করে টালবাহানা করছে মালিকপক্ষ। বাসা ভাড়া ও দোকান বিলের জন্য চাপ প্রয়োগ করছে দোকানদার ও বাসার মালিক। এছাড়া বাজার করে খাওয়ার মতো টাকাও শ্রমিকদের কাছে নেই। দুবেলা খাবারের জন্যই শ্রমিকরা কাজ করেন। সেখানে দুই মাস অতিবাহিত হতে চলেছে তারপরেও জানুয়ারি মাসের বেতন শ্রমিকরা পাচ্ছে না। তাই বাধ্য সড়কে নেমেছে। 

চেইন অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিক শহিদুল বলেন, আমাদের প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধের কথা। কিন্তু ফেব্রুয়ারির ৯ তারিখে কারখানা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে মালিক পক্ষ। শ্রমিকদের সঙ্গে কোন ধরনের আলোচনা তারা করেন নি। পরে শ্রমিকরা যোগাযোগ করলে গত ১৫ তারিখে পাওনা পরিশোধের কথা দেয় কতৃপক্ষ। কিন্তু তা রাখেনি তারা। 

এর আগে ১৬ ফেব্রুয়ারি সড়ক অবরোধ করে শ্রমিকরা। সে সময় প্রশাসনের আশ্বাসে সড়ক ছেড়ে দেওয়া হয়। কিন্তু আশানুরূপ কোন কিছু দেখা যায় নি। তাই আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

 বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড কারখানার এক শ্রমিক বলেন, ২০ তারিখেও গতমাসের বেতন পরিশোধ করেনি মালিকপক্ষ। কতৃপক্ষ যদি শ্রমিকদের সঙ্গে কথা বলে আরও দুই দিন সময় নিতো আমরা তাও দিতাম। কিন্তু কোন ধরনের আশ্বাস তারা দেননি। ফলে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে। 

শিল্প পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, আজ সাভার ও আশুলিয়ায় দুই পোশাক কারখানার শ্রমিকরা পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ করছেন। আমরা কারখানা দুটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। চেইন অ্যাপারেলস লিমিটেড কারখানা কতৃপক্ষ মার্চের ৩ তারিখে বেতন পরিশোধের কথা জানিয়েছেন। আর  বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড কারখানা কতৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম