Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ট্রাকের ধাক্কায় আরও ২ অটোরিকশা যাত্রীর মৃত্যু

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৯ পিএম

বগুড়ায় ট্রাকের ধাক্কায় আরও ২ অটোরিকশা যাত্রীর মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের চালকসহ তিনজন নিহত ও তিনজন আহতের ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মেইল বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— উপজেলার চৌমুহনী বানিয়াদীঘি গ্রামের সাইফুল ইসলামের ছেলে শাফিকুল ইসলাম (৪৫), একই গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে মোজাহার হোসেন (৬০), উপজেলার ঘরম মিরাপাড়ার ওয়াহেদ আলীর ছেলে মেসবাহুল হক স্বাধীন (৩২), আদমদীঘি উপজেলার সান্তাহার বড় আখিড়া গ্রামের এলাকার মৃত মনসুর আলীর ছেলে শহিদুল ইসলাম (৬০), কাহালু উপজেলার ডিপুইল গ্রামের চাঁন মোহাম্মদ সরদারের ছেলে ভ্যান চালক ময়েন সরদার (৫২)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা স্থানীয় একটি টাইলস কারখানার শ্রমিক। কাজ শেষে রাত সোয়া ৮টার দিকে ভ্যানে নিজ নিজ বাড়ি ফিরছিলেন তারা। সাড়ে ৮টার দিকে মেইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নওগাঁ থেকে ছেড়ে আসা বগুড়াগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক শাফিকুল ইসলাম, মোজাহার হোসেন ও শহিদুল ইসলামের মৃত্যু হয়। আহত হন তিনজন। আহতদের প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুজনকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো পাঠানো হলে। রাত ১০টার দিকে ময়েন সরদার ও গভীর রাতে মেসবাহুল হক স্বাধীন মৃত্যুবরন করেন। 

দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, অভিযোগ না থাকায় নিহত পাঁচজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাক চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনা আইনে অজ্ঞাত চালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম