Logo
Logo
×

সারাদেশ

জমি নিয়ে বিএনপি-আ.লীগের সংঘর্ষে নিহত ১

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১২ পিএম

জমি নিয়ে বিএনপি-আ.লীগের সংঘর্ষে নিহত ১

রাজশাহীর দুর্গাপুরে বিএনপি কর্মী মো. মামুন ও দেলুয়াবাড়ি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলামের জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফেরদৌস বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ২০ জন। এ ঘটনায় মামুন ও তার ছেলেকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত জিন্নাত আলীর (৪০) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত ফেরদৌসী উপজেলার তিয়াড়কুড়ি গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী। তিনি আওয়ামী লীগ নেতা রিয়াজুলের পক্ষের লোক। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি জমির মালিকানাকে কেন্দ্র করে স্থানীয় মামুন ও রিয়াজুলের বিরোধ চলে আসছিল। জমিটি রিয়াজুলের দখলে রয়েছে। ৫ আগস্টের পর বিএনপি কর্মী মামুন লোকজন নিয়ে জমিটি দখলের একবার চেষ্টা করেছিলেন। কিন্তু সফল হতে পারেননি। 

শনিবার সকালে মামুন তার লোকজন নিয়ে জমিটি দখল নিতে গেলে রিয়াজুলের লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে ২০ জন আহত হয়। আহতদের মধ্যে রিয়াজুলের পক্ষের ফেরদৌসীকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আহতদের মধ্যে সাইদুল ইসলাম, জব্বার আলী, জাহিদ, পচাই, আলম, মিরা, জিন্নাত আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।  

দুর্গাপুর থানার ওসি মো. দুরুল হুদা জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মামুন ও তার ছেলেকে আটক করেছে। এজাহার পাওয়া সাপেক্ষে হত্যা মামলা করা হবে বলে জানান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম