Logo
Logo
×

সারাদেশ

জুয়ার আসরে থেকে টাকা নিয়ে চম্পট ‘পুলিশ’

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫১ পিএম

জুয়ার আসরে থেকে টাকা নিয়ে চম্পট ‘পুলিশ’

ঢাকার ধামরাইয়ে পুলিশ পরিচয়ে জুয়ার আসর থেকে দেড় লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ধামরাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জুয়ার আসর বসানো ব্যক্তি ধামরাই থানা পুলিশকে বিষয়টি জানিয়েছে। তবে, জুয়ার আসর বসানো ব্যক্তি বা পুলিশ পরিচয়ে টাকা নেওয়া ব্যক্তিকে আটক করেনি পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম শহীদ নামে পুলিশের এক সোর্স পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইসলামপুর মহল্লার সুইডিশ ফ্যাক্টরির পাশে শুক্রবার রাতে জুয়ার আসর বসান। এ সময় পুলিশ পরিচয় পাঁচ থেকে সাতজন ব্যক্তি জুয়ার আসরে হানা দেয়। এরপর জুয়ার বোর্ডে জমা থাকা দেড় লক্ষাধিক টাকা নিয়ে যায় তারা। পরে বিষয়টি আঁচ করতে পরে ধামরাই থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) জিয়াউদ্দীনকে বিষয়টি জানান শহীদ।

এসআই জিয়াউদ্দীন বলেন, ‘ভুক্তভোগীরা বিষয়টি আমাকে জানিয়েছে। ধামরাই থানার কোনো পুলিশ এ ঘটনায় থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

জুয়ার আসর নিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘এটাও (জুয়ার আসর) মারাত্মক অপরাধ। জুয়ারিদেরও পাকড়াও করে আইনের আওতায় আনা হবে। না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম