Logo
Logo
×

সারাদেশ

পিকআপের ধাক্কায় ট্রলি চালক ও শ্রমিকের মৃত্যু

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫১ পিএম

পিকআপের ধাক্কায় ট্রলি চালক ও শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় পান বোঝাই মিনি পিকআপের ধাক্কায় মোহাম্মদ রুবেল (২৮) ও মোহাম্মদ সেলিম ( ২২) নামে ট্রলি চালক ও শ্রমিকের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেরনামার বাজার পাড়া এলাকার মোহাম্মদ হারুন রশীদের ছেলে রুবেল ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিলহাচুরার মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে সেলিম। 

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জামাল হোসেন বলেন, রাতে চকরিয়ার কোনাখালীতে বিয়ের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরছিলেন সেলিম  ও রুবেল। আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কের মরংঘোনা নামক স্থানে পৌঁছালে পান বোঝাই একটি পিকআপ পেছন থেকে ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ট্রলিতে থাকা দুইজন সড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। 

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া। তিনি বলেন, মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পালানোর সময় গাড়িটি জব্দ করেছে পেকুয়া থানা পুলিশ।  

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পেকুয়া সীমান্তের কাছাকাছি বাঘগুজারা ব্রিজের দক্ষিণে মরংঘোনা নামক স্থানে মহেশখালী থেকে আসা পান বোঝাই  পিকআপ গাড়ির ধাক্কায় দুজন নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে। ঘটনাস্থল যেহেতু চকরিয়ায় আইনী প্রক্রিয়া চকরিয়া থানায় শেষ হবে।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম