Logo
Logo
×

সারাদেশ

গাছে বাসের ধাক্কা, নিহত ২

Icon

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২১ পিএম

গাছে বাসের ধাক্কা, নিহত ২

গোপালগঞ্জের কাশিয়ানীতে রাস্তার পাশের গাছে ধাক্কা দিয়েছে একটি বাস। এতে বাসটির চালক ও সুপারভাইজার নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার হিরণ্যকান্দি সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক মন্টু শেখ (৫৫) ও সুপারভাইজার আরিফ হোসেন।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার আজিজুল হক রাজন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহণের পেছনে ধাক্কা দেয় টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহণের একটি বাস। পরে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেয়। এতে বাসটির চালক, সুপারভাইজারসহ বেশ কয়েকজন আহত হন।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাস ড্রাইভার মন্টু শেখ ও সুপারবাইজার আরিফ হোসেনকে মৃত ঘোষণ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম