Logo
Logo
×

সারাদেশ

স্কুল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

যুগান্তর প্রতিবেদক, ভোলা

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫২ পিএম

স্কুল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলা শহরের টাউন ক‌মি‌টি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল) মাঠের ভাসানীর মঞ্চ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পু‌লিশ। শ‌নিবার সকাল সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধার ক‌রা হয়।

নিহত যুবকের নাম ফা‌হিম আহমেদ মুন (২৬)।  তি‌নি ব‌রিশাল সি‌টি করপোরেশনের ২৪ নাম্বার ওয়ার্ডের বা‌সিন্দা সে‌লি‌ম মিয়ার ছেলে। সেলিম মিয়া ভোলা জজ কোর্টের অফিস সহায়ক পদে কর্মরত রয়েছেন।

পু‌লিশ জানান, শুক্রবার বা‌ড়ি থে‌কে বের হন মুন। এরপর আর বা‌ড়ি ফিরে আসেননি তিনি। শ‌নিবার সকালে স্থানীয়রা ভাসানীর মঞ্চে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে নিহতের প‌রিবার‌ ও পু‌লিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পু‌লিশ।

ভোলা ম‌ডেল থানার ওসি হাসনাইন পারভজ বলেন, ‘বাংলা স্কুলের সি‌সিটি‌ভির ফুটে‌জে ওই যুবক আত্মহত্যা ক‌রতে দেখা যায়।’ তবে কী কারণে ওই যুবক আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম