Logo
Logo
×

সারাদেশ

আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার-২

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৯ এএম

আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার-২

আশুলিয়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজনের বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার মামলা রয়েছে। শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার গাজীরচট আড়িয়াড়া মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- আশুলিয়ার গাজীরচট আড়িয়াড়া মোড় এলাকার সাহাজুদ্দিন খানের ছেলে মো. সবুজ উদ্দিন খান (২৬) ও একই এলাকার আলফাজ উদ্দিনের ছেলে সেলিম রেজা (২৫)। সবুজ উদ্দিন খান ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সেলিম রেজা যুবলীগের সক্রিয় কর্মী।

আশুলিয়া থানার এসআই সাইফুল ইসলাম জানান, সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যার দিকে আশুলিয়ার গাজীরচট আড়িয়াড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সবুজ উদ্দিন খান ও যুবলীগের সেলিম রেজাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম