Logo
Logo
×

সারাদেশ

লামায় ২৫ শ্রমিক অপহরণের ঘটনায় ৪ পাহাড়ি গ্রেফতার

Icon

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৩ এএম

লামায় ২৫ শ্রমিক অপহরণের ঘটনায় ৪ পাহাড়ি গ্রেফতার

বান্দরবানের লামায় অপহরণের করে মুক্তিপণ আদায়ের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- থানচি উপজেলার রেমাক্রি এলাকার প্রিত রাম ত্রিপুরা ছেলে শিমন ত্রিপুরা নয়ন, রোয়াংছড়ি উপজেলার সাজু ত্রিপুরার দুই ছেলে জেকসন ত্রিপুরা ও প্রশান্ত ত্রিপুরা এবং লামার গজালিয়া এলাকার খবি চন্দ্র ত্রিপুরার ছেলে জয়ন্ত ত্রিপুরা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৬ ফেব্রুয়ারি উপজেলার ফাসিয়াখালি ইউনিয়নের মুরুং ঝিরি এলাকায় ২৫ রাবার শ্রমিককে শ্রমিককে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়েছিলেন একদল সন্ত্রাসী। পরে পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছিল। এ ঘটনার পর জসিম উদ্দিন বাদী হয়ে লামা থানায় একটি মামলা দায়ের করেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন বলেন, ২৫ রাবার শ্রমিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় আমরা ৪ জনকে আটক করি এবং চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম