Logo
Logo
×

সারাদেশ

জুমার নামাজে যাওয়ার পথে ইউপি সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫১ এএম

জুমার নামাজে যাওয়ার পথে ইউপি সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ঢাকার ধামরাইয়ে জুমার নামাজ পড়তে যাওয়া হলো না সাবেক ইউপি মেম্বার কানা বাবুল হোসেনের। প্রকাশ্য দিবালোকে তাকে ধারালো অস্ত্র দিয়ে  উপর্যুপরি কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।

শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের মাথুলিয়া গ্রামস্থ তার নিজ বাড়ির পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ওই ইউপি সদস্যকে হত্যা করা হয় বলে জানা গেছে।

বাবুল হোসেন উপজেলার কুল্লা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের দুবারের নির্বাচিত সাবেক ইউপি মেম্বার ও যুবদল নেতা। তিনি ওই এলাকার আকশিনগর নামক আবাসন প্রকল্প প্রতিষ্ঠায় বিশেষ অবদান রেখেছিলেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাবুল হোসেন আকশিনগর আবাসন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সহযোগিতা করে উপজেলার কুল্লা ইউনিয়নের ৭টি মৌজায় আবাসন প্রকল্প প্রতিষ্ঠা করে এলাকাবাসীর বিরাগভাজন হন। এতে তার সঙ্গে অনেকের শত্রুতার সৃষ্টি হয়।

মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় শুক্রবার দুপুর ১টার দিকে তাকে প্রতিপক্ষের লোকজন ধারাল অস্ত্র নিয়ে কুপিয়ে হত্যা করে। পরে আশপাশের লোকজন বাবুল হোসেনকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে সাবেক ইউপি সদস্য বাবুল হোসেনকে তার বাড়ির পাশে প্রতিপক্ষের লোকজন ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। হত্যাকারীদের নাম পাওয়া যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম