Logo
Logo
×

সারাদেশ

কারাগারে গরম পানিতে দগ্ধ হয়ে কয়েদির মৃত্যু

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৯ পিএম

কারাগারে গরম পানিতে দগ্ধ হয়ে কয়েদির মৃত্যু

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রান্না করার সময় গরম পানিতে পড়ে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

তার নাম শ্রী বিপুল কুমার (৩৩)। তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার লক্ষ্মীপুর ভান্ডারপুর এলাকার শ্রী সুনীল চন্দ্র সরকারের ছেলে। বিপুল নওগাঁ সদর থানার ২০১০ সালের একটি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। 

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস জানান, বিপুল গত ১০ ফেব্রুয়ারি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রান্না করার সময় পা পিছলে ফুটন্ত গরম পানিতে পড়ে দগ্ধ হন। গুরুতর অবস্থায় কারা কর্তৃপক্ষ উদ্ধার করে রামেক হাসপাতালের বার্ন ইউনিটের ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তিনি শুক্রবার সকালে মারা যান।

রামেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আফরোজা নাজনীন বলেন, বিপুলের শরীরের ২০ শতাংশ বার্ন ছিল। তাকে আমরা ঢাকায় রেফার্ড করেছিলাম। হাসপতাল কর্তৃপক্ষ একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করেছিল। তবে তার আগেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রত্না রায় জানান, একজন কয়েদি মেডিকেলে মারা গেছেন। তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম