
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ১১:৩৯ পিএম
রাতের আঁধারে ভাঙা হলো শহীদ মিনার

কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৬ পিএম

আরও পড়ুন
কুমিল্লার চৌদ্দগ্রামে গভীর রাতে ভেঙে ফেলা হয়েছে একটি কলেজের শহীদ মিনার। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গুনবতী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে যান থানা পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।
কলেজ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার
রাত ১২ টা ১মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক দেন কলেজটির শিক্ষকেরা।পরে স্থানীয় বিএনপির
নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।
রাত সাড়ে ১২ টার দিকে সকলে ক্যাম্পাস ত্যাগ করেন।
রাত আনুমানিক ২টার দিকে বিকট শব্দ পান কলেজের নৈশপ্রহরী সামছুল আলম।
তিনি শহীদ মিনারের কাছে গিয়ে দেখেন মিনারের ৩টি স্তম্ভের মধ্যে দুটি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দুপুরে কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ বলেন, ‘ফুল দেওয়ার পর আমরা
চলে যায়। এরপরই দুর্বৃত্তরা এ কাজ করেছে। পুলিশ ঘটনাস্থলে এসেছেন। কারা ঘটনা ঘটিয়েছে
তা বলতে পারছি না।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন বলেন, ‘খবর
পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে সিসিটিভি ক্যামেরা না থাকায় এখনই
অভিযুক্তদের চিহ্নিত করা যাচ্ছে না। স্থানীয় লোকজন এ কাজের সঙ্গে জড়িত আছে বলে ধারণা
করা হচ্ছে।’