Logo
Logo
×

সারাদেশ

মাটি বহনের জন্য বাঁধ কেটে রাস্তা তৈরি

Icon

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০১ পিএম

মাটি বহনের জন্য বাঁধ কেটে রাস্তা তৈরি

নওগাঁর রাণীনগরে মাটি বহনের জন্য খালের পাড়ে নির্মিত সরকারি বাঁধ কেটে রাস্তা তৈরি করার অভিযোগ উঠেছে। এতে হুমকির মুখে পড়েছে বাঁধ ও এর আশেপাশে বসবাসকারীরা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা বাঁধটি কেটে রাস্তা তৈরি করেছে।  এ জন্য ভয়ে মুখ খুলতে পারছেন না তারা।

ঘটনাটি উপজেলার মিরাট ইউনিয়নের হামিদপুরের আয়াপুর মৌজার চরকানাই এলাকার শ্রীমতখালী খাল পাড়ের।

স্থানীয় সূত্রে জানা যায়, শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত রাণীনগর উপজেলা। কৃষির ওপর নির্ভর করেই চলে এ উপজেলার সিংহভাগ মানুষের জীবিকার চাকা। কিন্তু মাটি খেকোদের তাণ্ডবে দিন দিন কমে যাচ্ছে ফসলি জমি। তাদের কারণে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক ও এলাকার পরিবেশ।

জানা গেছে, উপজেলার মিরাট ইউনিয়নের কিসমতহরপুর মৌজাসহ আশেপাশের মৌজা এলাকায় প্রায় ৩০ থেকে ৪০ বিঘা ফসলি জমিতে গত বছর চারদিক দিয়ে পাড় করে রাখা হয়। ওই জমিগুলোতে পুকুর খননের জন্য লিজ নিয়েছেন কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। লিজ নেওয়া ব্যক্তিসহ স্থানীয় কতিপয় বিএনপি নামধারী কয়েকজন সেখানে পুকুর খননের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর সেই পুকুর খননের মাটি বহনের জন্য সরকারি বাঁধ কেটে রাস্তা তৈরি করেছেন তারা।

প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে পারছে না স্থানীয় বাসিন্দরা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, ‘প্রথমে আমরা মনে করেছিলাম সরকারের পক্ষ থেকে বাঁধ কেটে চলাচলের জন্য রাস্তা প্রশস্ত করা হচ্ছে। পরে জানতে পারি এলাকার ফসলি জমি ও আশেপাশের জমি লিজ নিয়ে পুকুর খনন করা হবে। সেই পুকুরের মাটি বহনে ট্রাক্টর চলাচলের জন্য বিএনপি নামধারী কিছু ব্যক্তি বাঁধ কেটে অবৈধভাবে রাস্তা তৈরি করেছেন।’

তারা আরও বলেন, ‘বাঁধ কাটতে বাধা দিলেও তারা তোয়াক্কা না করে রাস্তা নির্মাণ করেছে। যদি এ রাস্তা দিয়ে ট্রাক্টর চলাচল করে তাহলের বাঁধের মুখে যে ব্রিজ রয়েছে সেটি চরমভাবে ক্ষতিগ্রস্থ হবে। একইসঙ্গে বর্ষা মৌসুমে তৈরি করা রাস্তা ধ্বসে যাওয়ার শঙ্কা থাকবে।’

ফসলি জমি পুকুরের জন্য লিজ নেওয়া চরকানাই এলাকার বাসিন্দা শহিদ বলেন, ‘আমি শুধু জমি লিজ নিয়েছি। পুকুর কেটে দিচ্ছে কয়েকজন ব্যক্তি। তারা আমার কাছ থেকে জমির কাগজ নিয়ে গেছে। আর আমি বাঁধের রাস্তা কাটিনি।’

তিনি আরও বলেন, ‘উপজেলার দুজন ও সদর উপজেলার দুজন বিএনপি নেতা আয়াপুর মৌজায় থাকা আমারসহ আশেপাশের কৃষকদের প্রায় ৩০ থেকে ৪০ বিঘা জমি লিজ নিয়ে পুকুর খনন করবেন বলে জমির কাগজপত্রাদি নিয়েছেন। সেই পুকুর খননের মাটি বহনের জন্য তারাই বাঁধ কেটে ট্রাক্টর চলাচলের রাস্তা তৈরি করেছেন।’ তবে শহিদ সেই বিএনপি নেতাদের নাম প্রকাশ করেননি।

রাণীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাঁধ কেটে রাস্তা তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর ফসলি জমিতে পুকুর খননের অনুমতি দেওয়া হবে না।’

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বলেন, ‘দেশ ও জাতির ক্ষতি হয় এবং দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দল থেকে ব্যবস্থা নেওয়া হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম