Logo
Logo
×

সারাদেশ

গোলাপগঞ্জে ২১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

Icon

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৪ এএম

গোলাপগঞ্জে ২১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ২৫৩টি। এর মধ্যে মাত্র ৪২টিতে রয়েছে স্থায়ী শহীদ মিনার। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলে প্রতিষ্ঠানগুলোতে কলা গাছ কিংবা বাঁশ দিয়ে অস্থায়ীভাবে শহীদ মিনার স্থাপন করে শ্রদ্ধা জানানো হয়। অন্যদিকে যেসব শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনার রয়েছে তা সারা বছর থাকে অযত্ন ও অবহেলায়।

উপজেলা শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, গোলাপগঞ্জে ১৮০ প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে মাত্র ২২টিতে রয়েছে স্থায়ী শহীদ মিনার। প্রাথমিক বিদ্যালয় বাদেও উপজেলায় ৫৯ মাধ্যমিক বিদ্যালয়, একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১১ কলেজ, চার ডিগ্রি কলেজসহ মোট ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে মাত্র ২০ শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে শহীদ মিনার। এ ছাড়া ১৪টি সরকারি মাদ্রাসার একটিতেও নেই শহীদ মিনার। বেসরকারিভাবে নির্মিত কিন্ডারগার্টেনগুলোর অবস্থা প্রায় একই।

সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার নির্মাণে সরকারি বাধ্যবাধকতা রয়েছে। তবে পরিচালনা কমিটির অবহেলা ও অর্থের অভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার গড়ে তোলা সম্ভব হয়নি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম বলেন, ‘শহীদ মিনার নির্মাণে আমাদের কাছে কোনো বরাদ্ধ নেই। এ কাজে ম্যানেজিং কমিটি বা স্থানীয় বৃত্তশালীরা অগ্রণী ভূমিকা রাখতে পারেন।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী বলেন, ‘গোলাপগঞ্জের মাধ্যমিক যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই, সেগুলোতে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল বলেন, ‘আমি এখানে নতুন। বিষয়টি আমি অবগত নয়। খোঁজখবর নিয়ে এ ব্যপারে উদ্যোগ নেওয়া হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম