Logo
Logo
×

সারাদেশ

ভাতিজার বিরুদ্ধে চাচাকে অপহরণের অভিযোগ, আটক ১

Icon

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৯ পিএম

ভাতিজার বিরুদ্ধে চাচাকে অপহরণের অভিযোগ, আটক ১

কুড়িগ্রামের উলিপুরে মামলা তুলে না নেওয়ায় আদালত থেকে সাক্ষী দিয়ে ফেরার পথে চাচাকে মারপিট করে মাইক্রোবাসে তুলে নিয়ে যান ভাতিজা। বুধবার কুড়িগ্রাম থেকে উলিপুরে ফেরার পথে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর হালা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভাতিজার বিরুদ্ধে উলিপুর থানায় একটি মামলা হয়েছে। পরে অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসসহ পুলিশ একজনকে আটক করেছে। 

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের আলসিয়া শেখের ছেলে আব্দুর রহমানের (৬৫) সঙ্গে ভাতিজা ফুল মিয়ার (৪০) জমিজমা নিয়ে বিরোধে আদালতে মামলা চলমান। ফুল মিয়া বিভিন্ন সময় আব্দুর রহমানকে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি দেখিয়ে আসছিল। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) আব্দুর রহমান ও তার জামাতা জহুরুল হক (৪৫) ওই মামলার সাক্ষী দিতে কুড়িগ্রামে আদালতে যান। দুপুরে আদালত থেকে ফেরার পথে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর হালা বটতলা এলাকায় আব্দুর রহমান ও তার জামাতা অটোরিকশাযোগে পৌঁছালে ফুলু মিয়া ও তার লোকজন মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১১-৮৬১৯) দিয়ে তাদের গতিরোধ করেন। 

এ সময় চাচা আব্দুর রহমানকে অটোরিকশা থেকে নামিয়ে অপহরণের সময় মারপিট করে মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যান। ঘটনার সময় সঙ্গে থাকা জামাতা জহুরুল হক বিষয়টি আত্মীয়স্বজনদের জানান। 

বিকালে পৌরসভার নারিকেলবাড়ি পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে স্থানীয় লোকজনের সহায়তায় মাইক্রোবাসটি আটক করেন স্বজনরা। এ সময় ফুলু মিয়া ও তার লোকজন কৌশলে পালিয়ে যান। 

এদিকে আব্দুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শারীরিক অবস্থার অবনতি দেখে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেন। 

বর্তমানে তিনি চিকিৎসাধীন। খবর পেয়ে মাইক্রোবাসসহ চালক মনজুরুল হককে (৪৮) আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। 

ভুক্তভোগী আব্দুর রহমানের দ্বিতীয় মেয়ে আরজিনা বেগম (৪০) জানান, আমাদের কোনো ভাই নেই। আমরা তিন বোন, সবাই বিবাহিত। আমার জ্যাঠাতো ভাই ফুল মিয়া আমাদের সম্পত্তি গ্রাস করার জন্য দীর্ঘদিন থেকে আমার বৃদ্ধ বাবাকে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। ফুল মিয়া আমাদের দেড় একর জমির কিছু অংশ দখল করে নেন এবং বাকি জমিও দখল করতে চান। এ কারণে আদালতে মামলা চলমান রয়েছে। আমার বাবাকে হত্যার জন্য অপহরণ করা হয়েছিল। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।  

এ ঘটনায় আব্দুর রহমানের জামাতা জহুরুল হক বাদী হয়ে ফুল মিয়া ও মাইক্রোবাস ড্রাইভারসহ তিনজনের নামে এবং অজ্ঞাতনামা চারজনকে আসামি করে বৃহস্পতিবার থানায় মামলা করেন।  

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, আটক মাইক্রোবাস চালক মনজুরুল হককে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম