Logo
Logo
×

সারাদেশ

বরিশাল গণপূর্তে হানা, নিরাপত্তা চেয়ে নির্বাহী প্রকৌশলীর জিডি

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯ পিএম

বরিশাল গণপূর্তে হানা, নিরাপত্তা চেয়ে নির্বাহী প্রকৌশলীর জিডি

বরিশালে গণপূর্ত অধিদপ্তরে ঢুকে নির্বাহী প্রকৌশলীকে লাঞ্ছিত করার ঘটনায় ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে লাঞ্ছনার শিকার নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম নিরাপত্তা চেয়ে কোতোয়ালি মডেল থানায় এ ডায়েরি করেছেন। 

ডায়েরিতে আব্দুর রহিম, রিপন ওরফে বগা রিপন ও শাহিনের বিরুদ্ধে অফিসে ঢুকে অকথ্য ভাষায় গালাগাল ও লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে। এরা সবাই গণপূর্ত অধিদপ্তরের ঠিকাদার। এদের মধ্যে রিপন নিজেকে বিএনপি নেতা বলে দাবি করলেও বিগত ১৫-১৬ বছর তার ওঠা-বসা ছিল আওয়ামী লীগ নেতাদের সঙ্গে। বর্তমানে পলাতক প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে থেকে নিয়মিত গণপূর্তের ঠিকাদারি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সাধারণ ডায়েরিতে করা অভিযোগে নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম বলেন, গত ১৭ ফেব্রুয়ারি গণপূর্তের সরকারি দপ্তরে বসে কাজ করার সময় উল্লেখিত ৩ জন আমার দপ্তরে ঢুকে পরবর্তী সব ঠিকাদারি কাজ তাদের দেওয়ার দাবি জানান। ঠিকাদারি কাজ ইজিপি টেন্ডার ছাড়া দেওয়া সম্ভব নয় বলে জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অকথ্য ভাষায় গালাগালের পাশাপাশি টেবিল চাপড়ে, ফাইল ছুড়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন। পরবর্তীতে দপ্তরের অন্যান্য লোকজন ও ঠিকাদাররা মিলে তাদের আমার কক্ষ থেকে বাইরে নিয়ে যান।

লিখিত অভিযোগে, তাদের হুমকি এবং উচ্ছৃঙ্খল আচরণের কারণে চরম নিরাপত্তাহীনতার মধ্যে থাকার কথা জানিয়ে থানা পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন নির্বাহী প্রকৌশলী।

সাধারণ ডায়েরি করার বিষয়টি স্বীকার করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বিষয়টি তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম বলেন, সরকারি দপ্তরে নিয়মবিধির বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই। সব ঠিকাদারি কাজ দেওয়া না হলে কেবল আমাকে দেখে নেওয়ার হুমকিই নয়, আমার বিরুদ্ধে আওয়ামী লীগ ঘনিষ্ঠতার মিথ্যা অপপ্রচারও চালিয়েছে তারা। আমার ছবি সুপার এডিট করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে। পুলিশের তদন্ত রিপোর্ট আসার পর আমি এ ব্যাপারেও আইনগত ব্যবস্থা নেব। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিপন ওরফে বগা রিপন বলেন, ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের জোর দেখিয়ে চলা এই নির্বাহী প্রকৌশলী এখনো আওয়ামী লীগ দলীয় ঠিকাদারদের নিয়ে সিন্ডিকেট করে লুটপাট চালাচ্ছে। দুর্নীতি করে সে কোটি কোটি টাকার মালিক হয়েছে। তার এসব অন্যায়ের প্রতিবাদ করায় সে এখন আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমরা আইনগতভাবে তা প্রতিহত করব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম