Logo
Logo
×

সারাদেশ

ক্যাম্পাসে নতুন ধারার রাজনীতি চালু হয়েছে: সামান্তা শারমিন

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৭ পিএম

ক্যাম্পাসে নতুন ধারার রাজনীতি চালু হয়েছে: সামান্তা শারমিন

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, ক্যাম্পাসগুলোতে নতুন ধারার রাজনীতি চালু হয়েছে। আগামীতে নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে। নারীদের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় আসতে হবে। 

আমরা সংস্কারের কথা বলছি। বিচার, সংস্কার তারপর আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি। এই সংবিধান শেষ পুনঃলিখিত হয়েছিল ৭২ সালে এবং সেখানে সংবিধান প্রণয়ন কমিটিতে ছিলেন একজন মাত্র নারী। বেগম রাজিয়া খাতুন। তিনি ছিলেন শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি।

বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ শহরের চুনকা মিলনায়তনে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জ জেলা'র উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক বন্দোবস্তে নারীদের অংশগ্রহণ শীর্ষক' এক নারী সমাবেশের আয়োজন করে।

সাদিয়া ফারজানা দিনার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম, জাতীয় নাগরিক কমিটির নারী বিষয়ক সেলের সম্পাদক সাদিয়া ফারজানা দিনা প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম