Logo
Logo
×

সারাদেশ

ভারতীয় নাগরিকসহ ২ শিক্ষার্থীকে ছুরিকাঘাত

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৯ পিএম

ভারতীয় নাগরিকসহ ২ শিক্ষার্থীকে ছুরিকাঘাত

রংপুরে ভারতীয় নাগরিকসহ ২ শিক্ষার্থী ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।  বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- সত্যম নামে একজন মেডিকেল কলেজের ছাত্র ও ভারতীয় নাগরিক। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অপরজন মনিরুল ইসলাম (২৩), রংপুর কারমাইকেল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষ ছাত্র।

তারা বৃহস্পতিবার ভোর রাতে বাসযোগে ঢাকা থেকে এসে অর্জন মোড়ে নামেন। সেখান থেকে রিকশায় ছাত্রাবাসে ফিরছিলেন। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কের আশা এনজিও-এর আঞ্চলিক কার্যালয়ের সামনে ছিনতাইয়ের শিকার হন। 

আহতরা জানান, তিনজন ছিনতাইকারী ধারালো অস্ত্রসহ মোটরসাইকেলে এসে তাদের পথরোধ করে। ভয়ভীতি দেখিয়ে দুটি টাচ ফোন, ব্যাগ, ড্রাইভিং লাইসেন্স, এটিএম কার্ড, পরিচয়পত্র ও মানিব্যাগে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। 

এর মধ্যে একজন ছিনতাইকারী মেডিকেল কলেজছাত্র ভারতীয় নাগরিক সত্যমকে ছুরি দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় তাজহাট মেট্রোপলিটন থানায় মামলা করা হয়েছে।

তাজহাট থানার ওসি শাহ আলম জানিয়েছেন, মামলার ভিত্তিতে তাৎক্ষণিক পুলিশি অভিযান চালিয়ে আদর্শপাড়ার বাসিন্দা গাউছুল আযমের ছেলে ছিনতাইকারী আল শাহরিয়ার সাহস (২৬) ও আলমনগর মহল্লার শহীন হোসেনের ছেলে নিলয় হোসেন তনুকে (২৭) গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ নগরীর আলমনগর এলাকায় একটি ছাত্রাবাসের পাশে পুকুরের পাড় থেকে ছিনতাই করা মালামালসহ ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে। অপর ছিনতাইকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম