Logo
Logo
×

সারাদেশ

সংসদ নির্বাচনের আগে কোনো নির্বাচন নয়: ড. আসাদুজ্জামান রিপন

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৬ পিএম

সংসদ নির্বাচনের আগে কোনো নির্বাচন নয়: ড. আসাদুজ্জামান রিপন

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন-‘জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারসহ কোনো নির্বাচন নয়’, ‘বছরের পর বছর কালক্ষেপণ না করে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন’।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলার অবনতি ও জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বৃহস্পতিবার বিকালে শহরের থানা রোডে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদপুর জেলা বিএনপির সভাপতি মোদাররেছ আলী ইছার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য রাখেন, খালেদা জিয়ার উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদিকা নায়াব ইউসুফ, কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ-সদস্য খন্দকার নাসিরুল ইসলাম প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম