Logo
Logo
×

সারাদেশ

রাস্তার পাশে মিলল চাল ব্যবসায়ীর গলাকাটা লাশ

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১১ পিএম

রাস্তার পাশে মিলল চাল ব্যবসায়ীর গলাকাটা লাশ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাস্তার পাশ থেকে উবায়েদ উল্লাহ  (৪৫) নামে এক চাল ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত ১০টার দিকে উপজেলার বাজরা বাসস্ট্যান্ডের কাছে কামালপুর নতুনবাজার সড়কের তারাকান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত উবায়েদ উল্লাহ কুলিয়ারচর উপজেলার বাজরার মাছিমপুর মুন্সিবাড়ির জামাল উদ্দিনের ছেলে। তিনি বাজরা বাসস্ট্যান্ডের একজন চাল ব্যবসায়ী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , উবায়েদ উল্লাহ প্রতিদিনের মতোই দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পশ্চিম তারাকান্দি এলাকা অতিক্রমকালে ওঁৎপেতে থাকা অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হামলায় নিহত হন তিনি। 

পথচারী এলাকাবাসী উবায়েদ উল্লাহর গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করে। 

নিহতের চাচা সাগর মিয়া বলেন, আমার ভাতিজার কোনো শত্রু  থাকার কথা না। কী কারণে কারা তাকে গলা কেটে মেরে ফেললো কিছুই বলতে পারছি না। ভাতিজার সংসারে স্ত্রী ও তিন সন্তান রয়েছে। তিনি অবিলম্বে উবায়েদ উল্লাহর খুনিদের গ্রেফতার দাবি করেছেন। 

কুলিয়ারচর থানার ওসি হেলাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য নিহত উবায়েদ উল্লাহর লাশ কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ছবি- নিহত চাল ব্যবসায়ী উবায়েদ উল্লাহ

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম