Logo
Logo
×

সারাদেশ

কাশিমপুরে যুগান্তরের রজতজয়ন্তী পালিত

Icon

কাশিমপুর-কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫০ পিএম

কাশিমপুরে যুগান্তরের রজতজয়ন্তী পালিত

গাজীপুর মহানগরের কাশিমপুরে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী  উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় যুগান্তর স্বজন সমাবেশ কাশিমপুর থানা কমিটির আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা হয়।

এর পূর্বে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামে আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় যুগান্তরের প্রকাশক সালমা ইসলাম, সম্পাদক আব্দুল হাই শিকদার ও সংশ্লিষ্ট সবার সুস্থ-সুন্দর জীবন কামনায় দোয়া করা হয়।

যুগান্তর স্বজন সমাবেশ কাশিমপুর থানা শাখার আহ্বায়ক সিরাজুল করিম আনোয়ারের সভাপতিত্বে এবং যুগান্তরের কাশিমপুর-কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি শফিকুল ইসলাম শামীমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক মো. আলমগীর হোসেন।

এ সময় বক্তব্য রাখেন- কাশিমপুর থানার এসআই ফারুক, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও যুগান্তরের পূবাইল প্রতিনিধি এমএ সালাম শান্ত, গাজীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও মোহনা টিভির গাজীপুর প্রতিনিধি তারিকুল জুয়েল, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খান, কোনাবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন আহমেদ, দৈনিক ভোরের পাতা ও বিজয় টিভির প্রতিনিধি মেহেদী হাসান, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম সরকার, কাশিমপুর যুগান্তর স্বজন সমাবেশের সদস্য সচিব সালাহ উদ্দিন খান, গাজীপুর সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন, কোনাবাড়ী থানা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী, দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার সাইজুদ্দিন সরকার সুমন, দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি আতিকুল ইসলাম আকন্দ, বাংলাদেশ সমাচার পত্রিকার গাজীপুর মহানগর প্রতিনিধি নাসিমা আক্তার রেনু, কাশিমপুর স্বজন সমাবেশের সদস্য আমেনা আক্তার, মিরাজুল ইসলাম মিরাজ, মরিয়ম আক্তার সাথী, মুক্ত বলাকা পত্রিকার প্রতিনিধি সুলতানা সরকার, টিপু সুলতান, রোকন বাবু, রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

২য় অধিবেশনে যুগান্তর স্বজন সমাবেশ কাশিমপুর থানার পূর্ণাঙ্গ কমিটির আংশিক ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন সিরাজুল করিম আনোয়ার, সাধারণ সম্পাদক নির্বাচিত হন সালাউদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার সাথী, মহিলা বিষয়ক সম্পাদক আমেনা আক্তার, প্রচার সম্পাদক সাইজুদ্দিন সরকার সুমন, দপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, কার্যনির্বাহী সদস্য তারিকুল জুয়েলসহ অন্যরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম