Logo
Logo
×

সারাদেশ

হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৪ পিএম

হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

সিলেটে হোটেল থেকে শামসুল আলম (৫০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরীর লালবাজার এলাকার হোটেল বাগদাদের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত শামসুল ঢাকা মিরপুর ১২ এর আব্দুল বারেকের ছেলে। তবে তিনি কী ব্যবসা করেন তা জানা যায়নি। 

পুলিশ জানায়, গত ১৩ ফেব্রুয়ারি ব্যবসায়িক কাজে সিলেটের ওই হোটেলে রুম ভাড়া করেন শামসুল। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার রুম থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শামসুল হাবিব লাশ উদ্ধার করেন।  

তিনি জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।  

পুলিশ কর্মকর্তা আরও জানান, কক্ষের দরজা ভেতর থেকে লাগানো ছিল। দরজা ভেঙে ভেতরে দেখা যায়- শামসুলের লাশ মেঝেতে উপুড় হয়ে পড়ে আছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম