Logo
Logo
×

সারাদেশ

দুবলারচরে ভাষা দিবস পালনের ব্যাপক প্রস্তুতি, নতুন শহিদ মিনার নির্মাণ

Icon

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৪ পিএম

দুবলারচরে ভাষা দিবস পালনের ব্যাপক প্রস্তুতি, নতুন শহিদ মিনার নির্মাণ

সাগর তীর দুবলারচরের আলোরকোলে মহান ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি পালনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্মাণ করা হয়েছে নতুন অস্থায়ী শহিদ মিনার। দিবসটি পালনে জেলেদের মধ্যে ব্যাপক উৎসাহ ও  আমেজ সৃষ্টি হয়েছে।

দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ আলোরকোল থেকে বৃহস্পতিবার বিকালে মোবাইল ফোনে জানান, মহান ভাষা দিবস উপলক্ষে দুবলারচরের জেলেদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। প্রতি বছরের মতো এ বছরও ভাষা দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দুবলা ফিশারম্যান গ্রুপ এ কর্মসূচির আয়োজন করেছে।

ভাষা দিবস উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আলোরকোলে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন অস্থায়ী শহিদ মিনার। রাত ১২টা এক মিনিটে জেলে, মহাজন মৎস্যজীবী ও বনরক্ষীরা শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।

একুশে ফেব্রুয়ারি সকালে জেলে মৎস্যজীবীরা আলোরকোলে প্রভাত ফেরি করবেন। প্রভাত ফেরি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া ২২ ফেব্রুয়ারি শনিবার আলোরকোলে জেলেদের প্রীতি ফুটবল, ক্যারাম প্রতিযোগিতা ও চোখ বেঁধে মোরগ ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে ফিসারম্যান গ্রুপের সভাপতি জানিয়েছেন।

বাগেরহাট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম