Logo
Logo
×

সারাদেশ

রুয়েট প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৯ শতাংশ

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২১ পিএম

রুয়েট প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৯ শতাংশ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে মূল ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৯ দশমিক ১০ শতাংশ।

রুয়েটের বিভিন্ন ভবনে ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়। শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। এছাড়া ‘খ’ গ্রুপের প্রার্থীদের ভর্তি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় দুপুর পৌনে ২টায়।

নির্বাচনি (লিখিত) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৮ হাজার ২ জন ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়েছিলেন। এর মধ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৭ হাজার ৯৩০ জন ছাত্র-ছাত্রী। অর্থাৎ ভর্তি পরীক্ষায় প্রায় ৯৯ দশমিক ১০ শতাংশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন।

রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন। পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবী সদস্যরা নিয়োজিত ছিলেন।

রুয়েট জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক গোলাম মর্তুজা জানিয়েছেন, চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ৮ মার্চ। ভর্তি পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। চলতি বছর রুয়েটের ১৪টি বিভাগে ১ হাজার ২৩৫ ছাত্রছাত্রীকে ভর্তি করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম