Logo
Logo
×

সারাদেশ

অপারেশন ডেভিল হান্ট: সাভারে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, সাভার

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৭ পিএম

অপারেশন ডেভিল হান্ট: সাভারে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

সারা দেশে চলমান ডেভিল হান্ট অপারেশনে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ পর্যন্ত ডেভিল হান্ট অভিযানে ১১০ জনকে গ্রেফতার করার নিশ্চিত করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন- ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসেল, ভাকুর্তা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম,  মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সাভার থানার যুগ্ম আহ্বায়ক জালাল হাওলাদার ও ধামসোনা ইউনিয়ন যুবলীগের সদস্য রকি আহমেদসহ ১২ জন নেতাকর্মী।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, সারা দেশে চলমান ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে সাভার ও আশুলিয়া থানার বিভিন্ন স্থান থেকে গত একদিনে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ঢাকা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসেলসহ ওয়ার্ড ও থানা পর্যায়ের আওয়ামী লীগের নেতা রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ পরিবারের দায়ের করা মামলার আসামি তারা। এছাড়া তাদের বিরুদ্ধে সাভার ও আশুলিয়ার পরিবেশ অস্থিতিশীলসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। আজ তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম