Logo
Logo
×

সারাদেশ

স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

Icon

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৭ পিএম

স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর
সিরাজগঞ্জের শাহজাদপুরে পারিবারিক কলহের জেরে স্বামী সোহাগ শেখের (২৮) ছুরিকাঘাতে রুমানা খাতুন (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামী সোহাগকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মুরুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক সোহাগ শেখ ওই গ্রামের আফসার প্রামাণিকের ছেলে।

এ বিষয়ে ইউনিয়ন ৬নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আব্দুল মজিদ জানান, ভোরে জানতে পারি একটা মেয়েকে তার স্বামী চর-থাপ্পড় দিয়ে মেরে ফেলেছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি গলায় ছুরির আঘাত। বিষয়টি থানায় জানালে পুলিশ এসে ঘাতক সোহাগকে আটক করে।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। এর জেরে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। 

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক স্বামীকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম