Logo
Logo
×

সারাদেশ

ঢাকা থেকে আখাউড়ার পৌর কাউন্সিলর গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৫ পিএম

ঢাকা থেকে আখাউড়ার পৌর কাউন্সিলর গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শিপন হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

বুধবার রাতে রাজধানীর কদমতলী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। 

গ্রেফতার শিপন হায়দার আখাউড়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাধানগর বণিক পাড়ার মৃত মো. রফিকুল ইসলামের ছেলে।

ওসি ছমিউদ্দিন জানান, গ্রেফতার ওই আওয়ামী নেতা ঢাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে রাজধানীর কদমতলী থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আসামিকে ঢাকা থেকে আখাউড়া থানায় নিয়ে আসা হচ্ছে জানিয়ে তিনি বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চলবে।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম