Logo
Logo
×

সারাদেশ

রাজবাড়ীতে আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৬ এএম

রাজবাড়ীতে আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় রাজবাড়ীর খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান মোস্তাক (৪৫) ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে আলাদা আলাদা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশ।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মফিজুল ইসলাম যুগান্তরকে বলেন, রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২ অক্টোবর শাহিন ফকির নামে একজন বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৮৭ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলার ৮৭ নম্বর আসামি খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুর রহমান মোস্তাক। বুধবার রাত ৮ টার দিকে খানখানাপুরের আরিফ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।’

অপরদিকে, রাজবাড়ী থানার ওসি মো. মাহমুদুর রহমান যুগান্তরকে বলেন, রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২ সেপ্টেম্বর শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় আসামি হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদকে বুধবার রাত সাড়ে ৮টার দিকে সদরের কামালদিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম