Logo
Logo
×

সারাদেশ

বরিশালে লাখো মুসল্লি­র সমাগমে শুরু চরমোনাই মাহফিল

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৩ এএম

বরিশালে লাখো মুসল্লি­র সমাগমে শুরু চরমোনাই মাহফিল

ছবি: যুগান্তর

লাখো মুসল্লির সমাগমে বরিশাল সদর উপজেলায় তিন দিনব্যাপী ফাল্গুনের বার্ষিক মাহফিল উদ্বোধন করেছেন পির মাওলানা সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বুধবার দুপুরে চরমোনাই মাদ্রাসা মাঠসহ পাঁচটি মাঠে আয়োজিত এ মাহফিলের উদ্বোধন করেন তিনি। এর আগে সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত মাহফিলে আসা মুসল্লি­রা কয়েক হাজার ভাগে বিভক্ত হয়ে হাতে-কলমে সালাত ও ইসলামের বুনিয়াদি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে। 

আগামী শনিবার সকাল সাড়ে ৮টায় চরমোনাই পিরের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে। এ বছরের মাহফিলে সৌদি আরব, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মরক্কো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সুদান, ফিলিস্তিনসহ আন্তর্জাতিক ইসলামি ব্যক্তিত্বদের মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে। তিন দিনে মোট ৭টি মূল বয়ানসহ দেশ-বিদেশের উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন।

মাহফিলের দ্বিতীয় দিনে দেশের শীর্ষ উলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষনেতা এবং তুরস্ক, ইন্দোনেশিয়ার ইসলামি নেতারা বক্তব্য রাখবেন।

মাহফিলের তৃতীয় দিনে ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হবে। সেখানে দেশের শীর্ষ বুদ্ধিজীবীসহ আরবের নেতারা বক্তব্য রাখবেন। মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছে আয়োজক কর্তৃপক্ষ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম