Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে ২ কোটি টাকা আত্মসাতের মূল হোতা গ্রেফতার

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬ পিএম

চট্টগ্রামে ২ কোটি টাকা আত্মসাতের মূল হোতা গ্রেফতার

চট্টগ্রামে গ্রাহকের দুই কোটি টাকা আত্মসাতের ঘটনায় রাশেদুল ইসলাম রাজ নামে একজনকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

মঙ্গলবার মধ্যরাত ২টার দিকে গাজীপুরের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে ওই মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার রাশেদুল ইসলাম রাজ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আব্দুল আজিজের ছেলে। তিনি শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড ও প্রাইম দারিদ্র্য ও শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান। ওই দুটি সমবায় সমিতির মাধ্যমে গ্রাহকের দুই কোটি হাতিয়ে নেয় বলে পুলিশ জানিয়েছে।

  

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তি সমবায় সমিতির নামে আড়াইশ থেকে ৩০০ গ্রাহকের দুই কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যান। এ ঘটনায় থানায় মামলা হয়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে তাকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম