অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণ
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জের শিবালয়ে অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হৃদয় বিশ্বাস (২৭) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
মঙ্গলবার রাতে চাঁদপুর জেলার একটি ইটের ভাটা থেকে তাকে গ্রেফতার করে শিবালয় থানা পুলিশ।
হৃদয় ঘিওর উপজেলার তরা এলাকার চান বিশ্বাসের ছেলে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ২৪ জানুয়ারি ভোরে ভুক্তভোগীর স্বামী ফজরের নামাজ পড়াতে মসজিদে যান। এ সুযোগে বাড়িতে ঢোকেন হৃদয়। এদিকে স্বামী এসেছেন ভেবে দরজা খুলে আবার ঘুমাতে যান ভুক্তভোগী। এ সময় অস্ত্রের মুখে তাকে ধর্ষণ করেন হৃদয়।
শিবালয় থানার ওসি এআরএম আল-মামুন জানান, চাঁদপুর জেলার একটি ইটের ভাটায় অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
