Logo
Logo
×

সারাদেশ

মাগুরায় যুগান্তর পত্রিকার রজতজয়ন্তী উৎসব উদযাপন

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬ পিএম

মাগুরায় যুগান্তর পত্রিকার রজতজয়ন্তী উৎসব উদযাপন

কেক কেটে এবং আলোচনা সভার মধ্য দিয়ে মাগুরায় যুগান্তর পত্রিকার রজতজয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার বিকালে মাগুরা পৌর মার্কেটের দোতলায় দৈনিক যুগান্তর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক সরদার ফারুক আহমেদ।

কবি সাগর জামানের সঞ্চালনায় এ আলোচনা সভায় বক্তব্য রাখেন- মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আকবর কল্লোল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, অধ্যাপক শাহজাহান মৃধা বাবলু, নারী উদ্যোক্তা কাজী ডিনা, প্রথম আলো পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি কাজী আশিক রহমান।

যুগান্তর স্বজন সমাবেশ মাগুরার আহ্বায়ক কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলুর সভাপতিত্বে এ আলোচনা সভায় অতিথিরা জেলার সামাজিক সাংস্কৃতিক উন্নয়ন এবং সংকট অনিয়ম দূরীকরণে যুগান্তর পত্রিকার ইতিবাচক ভূমিকা তুলে ধরে বক্তব্য দেন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি আবু বাসার আখন্দ।

আলোচনা সভা শেষে কেক কেটে মিষ্টি মুখের আয়োজন করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম