Logo
Logo
×

সারাদেশ

ছাত্র-জনতার আন্দোলনে যুগান্তরের ভূমিকা ছিল দেশের মানুষের পক্ষে

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৪ পিএম

ছাত্র-জনতার আন্দোলনে যুগান্তরের ভূমিকা ছিল দেশের মানুষের পক্ষে

কুষ্টিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় কুষ্টিয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যুগান্তরের ভূমিকা ছিল দেশের মানুষের পক্ষে।

দৈনিক যুগান্তরের কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এএম জুবায়েদ রিপনের সভাপতিত্বে ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মুকুল কুমার মৈত্র।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল-মামুন সাগর, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু ও সিনিয়র সাংবাদিক দৈনিক সংবাদের নিজস্ব সংবাদদাতা মিজানুর রহমান লাকী।

এছাড়াও উপস্থিত ছিলেন- দৈনিক সমকাল ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা, দৈনিক নয়া দিগন্তে জেলা প্রতিনিধি নুরুল কাদের, গাজী টিভির জেলা প্রতিনিধি কাজী সাইফুল, বাংলা টিভির জেলা প্রতিনিধি এম লিটন-উজ জামান, স্থানীয় দৈনিক সূত্রপাতের সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম, দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্যাতিত-নিপীড়িত মানুষের কথা বলে দৈনিক যুগান্তর। ছাত্র-জনতার আন্দোলনে যুগান্তরের ভূমিকা ছিল দেশের মানুষের পক্ষে। প্রতিষ্ঠার পর থেকে সাহসিকতার সাথে পথ চলছে দৈনিক যুগান্তর। গণমানুষের কথা তুলে ধরার পাশাপাশি সত্য ও ন্যায়ের পক্ষে যুগান্তরের বরাবরই আপসহীন ভূমিকা রেখে আসছে।

আলোচনা সভা শেষে কেক কেটে উদযাপন করা হয় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম