Logo
Logo
×

সারাদেশ

সিএনজি অটোরিকশায় উঠে ছিনতাইয়ের শিকার নারী

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১ পিএম

সিএনজি অটোরিকশায় উঠে ছিনতাইয়ের শিকার নারী

সিলেটে সিএনজি অটোরিকশায় উঠে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী। ছিনতাইকারীরা কানের স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। পুলিশ এ ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত দেলোয়ার খান নগরীর টিবি গেট অনামিকা ২৫ নম্বর বাসার উসমান খানের ছেলে।

জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি বিকালে নগরীর চৌহাট্টার শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল সংলগ্ন ছাত্রাবাসের সামনে আমেনা বেগম নামের এক নারী ছিনতাইয়ের শিকার হন। সিএনজি অটোরিকশায় থাকা যাত্রীবেশী ছিনতাইকারীরা ছোরা ধরে তার কাছ থেকে নগদ ৮ হাজার টাকা ও ২০ হাজার টাকা মূল্যমানের এক জোড়া স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়। পরে তার দেওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার দেলোয়ারকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, দেলোয়ারের কাছ থেকে ছিনতাইকৃত টাকা থেকে ১ হাজার ২০ টাকা উদ্ধার ও ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম