Logo
Logo
×

সারাদেশ

ফরিদগঞ্জে শিয়ালের মাংস বিক্রি

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫২ পিএম

ফরিদগঞ্জে শিয়ালের মাংস বিক্রি

চাঁদপুরের ফরিদগঞ্জের গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারে প্রকাশ্যে শিয়াল জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, গল্লাক বাজারে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের খলিল ও তার সহোদর মাছবাজার সংলগ্ন এলাকায় শিয়ালের মাংস বিক্রি করে। 

স্থানীয় লোকজন জানান, শিয়ালের মাংসের নানা উপকারিতার কথা উল্লেখ করেন বিক্রেতারা। অনেকেই প্রতি কেজি পাঁচশ টাকা দরে তা কিনে নেন। 

শিয়ালের মাংস বিক্রেতা ও স্থানীয় সূত্র জানায়, ওই দিন দুপুরে গ্রামের জমিতে শিয়ালটি জালে আটকা পড়ে। পরে শিয়ালটি জবাই করে শিয়ালের মাথা, চামড়া ও মাংসকে সাজিয়ে খোলাবাজারে বিক্রি করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, বন্যপ্রাণী জবাই করে মাংস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। তদন্তসাপেক্ষে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম