Logo
Logo
×

সারাদেশ

সাবেক এমপি সালাহ উদ্দিন ২ দিনের রিমান্ডে

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৭ পিএম

সাবেক এমপি সালাহ উদ্দিন ২ দিনের রিমান্ডে

ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা (মেজর জেনারেল) সালাহ উদ্দিন মিয়াজীকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে হাজির করা হয় তাকে।

এর আগে ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ  লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সদর থানায় দায়ের করা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখানো হয় তাকে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঝিনাইদহ সদর থানার এসআই তরিকুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন পুলিশ রিমান্ডের আবেদন জানান। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফারুক আযম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ খবর নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে যশোরের নিজস্ব রিসোর্ট থেকে সালাহ উদ্দিন মিয়াজীকে গ্রেফতার করে যৌথবহিনী। ওই দিনই রাত ৩টার দিকে বিশেষ নিরাপত্তায় ঝিনাইদহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে। জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ লুটপাট ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়ে ৯টার দিকে আদালতে পাঠানো হয়।

প্রসঙ্গত, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাহ উদ্দিন মিয়াজী পতিত হাসিনা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক পদে দায়িত্ব পালন করেন। চাকরি থেকে অবসর নেওয়ার পরে ২০২৪ সালের ৭ জানুয়ারি পাতানো জাতীয় নির্বাচনে ঝিনাইদহ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ৫ আগস্ট সরকারের পতনের পরে সতর্ক অবস্থানে চলে যান তিনি। ঘটনার দিন যশোরে নিজ বাড়িতেই ছিলেন এবং রিসোর্ট থেকে গ্রেফতার হন।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র যুগান্তরকে জানায়, সালাহ উদ্দিন মিয়াজীর বিরুদ্ধে এর আগে কোনো মামলা দায়ের কেউ করেনি। ৪ আগস্ট বিকালে জেলা শহরের এইচএসএস সড়কে বিএনপির কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ৪৫৬ জনের নাম উল্লেখ করে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন। ১৯ আগস্ট সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা ১৬ নম্বর মামলাটি রেকর্ড করেন তৎকালীন ওসি মো. শাহীন উদ্দিন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম