Logo
Logo
×

সারাদেশ

অসুস্থ প্রতিবন্ধী নারীর পাশে নবাবগঞ্জের ইউএনও

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪০ পিএম

অসুস্থ প্রতিবন্ধী নারীর পাশে নবাবগঞ্জের ইউএনও

সন্তান প্রসব করে ব্যথায় কাতর নারী প্রতিবন্ধী জেমি (৩২)। খবর পেয়ে হাসপাতালে ছুটে গেলেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম। তিন দিন আগে যে কন্যাসন্তান প্রসব করেছে সেই নবজাতকটি মারা গেছে মঙ্গলবারই। অজ্ঞাত এ নারীকে কেউ চিনেন না।

হাসপাতাল কর্তৃপক্ষ ইউএনওকে জানালে তিনি ছুটে গিয়ে ওই নারীকে উদ্ধার করে তার বাসায় নিয়ে যান।

ইউএনও দিলরুবা ইসলাম জানান, বুদ্ধিপ্রতিবন্ধী এই নারী শুধু নিজের নাম বলতে পারে। আর বাড়ির কথা বললে টঙ্গীর কথা জানায়। এর বাইরে আর কোনো তথ্য দিতে পারছে না। এমতাবস্থায় এ নারীকে তার স্বজনদের কাছে পৌঁছে দিতে চাই।

বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই নারীকে তার স্বজনের কাছে পৌঁছে দিতে সংবাদকর্মীদের সহযোগিতায় চান। তিনি বলেন, আসলে এই নারীকে দেখে পাগল মনে হয়নি। তাকে হাসপাতাল থেকে উদ্ধার করে সরকারি বাসায় সযত্নে রেখেছেন। পরিবার বা স্বজনকে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম