Logo
Logo
×

সারাদেশ

দেবরের ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৬ পিএম

দেবরের ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

বগুড়ার কাহালুতে বিদ্যুৎ বিল দেওয়া ও টিউবওয়েল থেকে পানি নেওয়া নিয়ে বিরোধের জেরে দেবরের ছুরিকাঘাতে রূপালী বেগম (৩৮) নামে এক গৃহবধূ খুন হয়েছেন।

মঙ্গলবার রাতে উপজেলার পাল্লাপাড়া গ্রামে এ ঘটনায় গৃহবধূর স্বামী পলাশ প্রামাণিক গুরুতর আহত হয়েছেন। বুধবার নিহতের ভাই থানায় হত্যা মামলা করলে পুলিশ দেবরসহ চারজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার আসামিরা হলেন- বগুড়ার কাহালু উপজেলার পাল্লাপাড়া গ্রামের রাশেদ আলী (৬৫), তার স্ত্রী মরিয়ম বেগম (৬০), ছোট ছেলে মোজাম্মেল হক (৩২) ও তার স্ত্রী আফরোজা বেগম (২৫)।

পুলিশ, এজাহার সূত্র ও স্থানীয়রা জানান, রাশেদ আলীর বাড়ির বৈদ্যুতিক মিটার থেকে তার ছেলে পলাশ ও মোজাম্মেল সংযোগ নেন। বিদ্যুৎ বিল দেওয়া নিয়ে দুই ভাই ও তাদের স্ত্রীদের মাঝে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে মঙ্গলবার রাত ৯টার দিকে দুই পরিবারের মাঝে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। তখন ক্ষিপ্ত হয়ে মোজাম্মেল হক বড় ভাই পলাশ প্রামাণিক ও ভাবি রূপালী বেগমকে ছুরিকাঘাত করেন। তাদের প্রথমে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে রূপালী বেগম মারা যান।

কাহালু থানার ওসি আবদুল হান্নান জানান, রাতেই নিহত গৃহবধূ রূপালী বেগমের মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে নিহতের ভাই একই উপজেলার মুরইল ইউনিয়নের ইসবপুর টুপিপাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে সুমন বুধবার সকালে কাহালু থানায় বোনের শ্বশুর, শাশুড়ি, দেবর ও জায়ের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এরপরই পুলিশ ওই চার আসামিকে গ্রেফতার করে।

বুধবার বিকালে কাহালু থানার ওসি আবদুল হান্নান জানান, মরদেহ মর্গে ও আসামিদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম