Logo
Logo
×

সারাদেশ

সাত বছর বয়সি হাফেজ কেফায়েতুল্লাহকে সংবর্ধনা

Icon

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১১ পিএম

সাত বছর বয়সি হাফেজ কেফায়েতুল্লাহকে সংবর্ধনা

ময়মনসিংহের মুক্তাগাছায় হাফেজ মুহাম্মদ কেফায়েতুল্লাহ ৭ বছর বয়সে মাত্র ৬ মাস তিন দিনে পবিত্র কুরআন শরিফ মুখস্থ করেছে। কুরআনের এই কনিষ্ঠ হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার বেলা ১১টায় মুক্তাগাছা নন্দীবাড়ী মিনি স্টেডিয়ামে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শাখার পক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মুক্তাগাছা শাখার সভাপতি মাওলানা আব্দুল ওয়াহ্হাব। 

সভায় বক্তব্য রাখেন- মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, মাওলানা এমদাদুল হক, মাওলানা আব্দুল হক, মাওলানা আনওয়ারুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ সা’দী, মুফতি আহমদ আলী, মাওলানা আমিনুল হক, মাওলানা আব্দুল হালিম কাসেমী, হাফেজ আহমদ আলী, মাওলানা জুনাইদ আল হাবীব, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মুফতি আব্দুস সালাম, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, ড. মুফতি গোলাম রব্বানী, মাওলানা শরীফ মোহাম্মদ, মুফতি রিয়াজ বিন আবু তাহের, মুফতি এনায়েতুল্লাহ, হাফেজ মাওলানা ডা. আব্দুল বারী, মুফতি জাকির হোসাইন প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে কনিষ্ঠ হাফেজে কুরআন মুহাম্মদ কেফায়েতুল্লাহকে ক্রেস্ট ও নগদ অর্থ উপহার তুলে দেওয়া হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম