Logo
Logo
×

সারাদেশ

রাজশাহী জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক গ্রেফতার

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১০ পিএম

রাজশাহী জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক গ্রেফতার

রাজশাহী জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মামুন আল হককে (৫০) প্রতারণা মামলায় গ্রেফতার করা হয়েছে। বাঘা উপজেলার হাবাসপুর গ্রামে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মেহেরপুর ডিবি পুলিশ বাঘা থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

গ্রেফতার মামুন আল হক উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর গ্রামের মৃত মনি মিয়ার ছেলে।  

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মণ্ডল বলেন, মেহেরপুর ডিবি পুলিশের ইন্সপেক্টর শিমুল মিঞার নেতৃত্বে মামুন আল হকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার নামে বিকাশের মাধ্যমে টাকা প্রতারণায় মেহেরপুরে ৪০৬ ও ৪২০ ধারায় মামলা হয়। এ মামলায় বাঘা থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে মেহেরপুর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম