Logo
Logo
×

সারাদেশ

‘ঋণের’ চাপে যুবকের আত্মহত্যা

Icon

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৩ পিএম

‘ঋণের’ চাপে যুবকের আত্মহত্যা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিজ দোকান থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা শাহবদ্দিন প্লাজা থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছেন। তবে নিহতের স্ত্রীর দাবি, মায়ের কথায় আত্মহত্যা করেছে সুজিত।

নিহত ব্যবসায়ীর নাম সুজিত ঘোষ (২৮)। শাহবদ্দিন প্লাজায় মা শিতলা বস্ত্রালয় নামে তার একটি দোকান ছিল। সুজিত শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের চারগাও গ্রামের হরে কৃষ্ণ ঘোষের বড় ছেলে ছেলে।

সুজিতের বাবা হরে কৃষ্ণ ঘোষ জানান, সুজিত বেশ কয়েকটি এনজিও থেকে টাকা ঋণ করেছে। কয়েকদিন ধরে এনজিওর লোকজন টাকার জন্য চাপ দিচ্ছে। ধারণা করা হচ্ছে, ঋণের টাকার চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন।

তবে নিহতের স্ত্রী শ্রাবন্তী ঘোষ বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, প্রায় এক বছর আগে প্রেম করে আমি ও সুজিত বিয়ে করি। আমার শাশুড়ি সঙ্গীতা ঘোষ প্রেম করে বিয়ে করা নিয়ে ও টাকা নিয়ে ঝগড়া করতো সুজিতকে প্রায়শ মরে যেতে বলতো। বিয়ের পর থেকে আমি একদিনের জন্যও শান্তিতে থাকতে পারিনি। শাশুড়ির কারণেই আমার স্বামী এমন কাজ করেছে। আমি এর বিচার চাই।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম