Logo
Logo
×

সারাদেশ

গাড়িচাপায় প্রাণ গেল ২ জনের

Icon

যুগান্তর প্রতিবেদন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০১ পিএম

গাড়িচাপায় প্রাণ গেল ২ জনের

নারায়ণঞ্জের রূপগঞ্জে সিমেন্ট মিক্সার গাড়িরচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ আহত হয়েছে চারজন। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে পূর্বাচল ৩০০ ফিট সড়কের ল্যাংটার মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িসহ এর চালক ও হেলপারকে আটক করে।

নিহতরা হলো, আরবি আক্তার ও খাইরুল বাশার।

পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীল আলম জানান, কুড়িল বিশ্বরোড থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা কাঞ্চন সেতুর উদ্দেশে রওনা হয়। সিএনজিচালিত যানটি ল্যাংটার মাজার এলাকায় পৌঁছেলে পেছন দিক থেকে আকিজ রেডিমিক্সের একটি গাড়ি ওভারটেকিং করার সময় অটোরিকশাটিকে চাপা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার দুই যাত্রী। আহত হয় সিএনজিতে থাকা চারজন।

খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম