Logo
Logo
×

সারাদেশ

রায়পুরে ১৩ মামলার আসামি রবিন গ্রেফতার

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭ এএম

রায়পুরে ১৩ মামলার আসামি রবিন গ্রেফতার

লক্ষ্মীপুরের রায়পুরে ১৩ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রাম থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ওই আসামির নাম রবিন (৪০)। তিনি উপজেলার চাঙ্গিরগাঁও এলাকার শামসুন নুর পাটওয়ারীর ছেলে। পুলিশ বলছে, রবিন আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে রামগঞ্জ থানায় হত্যা, ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, বিভিন্ন মামলার আসামি হলেও দীর্ঘদিন ধরে পলাতক ছিল রবিন। মঙ্গলবার বিকালে রাখালিয়া এলাকায় অস্ত্র নিয়ে অবস্থান করছিল রবিন, এমন খবরে পুলিশ অভিয়ান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ার চেষ্টা করে তিনি। একপর্যায়ে পুলিশ এক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে রবিন গুলিবিদ্ধ হলে তাকে আটক করা হয়।

রামগঞ্জ থানার ওসি মো. আবুল বাসার বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত রবিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। মঙ্গলবার রাতে অস্ত্র আইনে আরও একটি মামলা করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম