Logo
Logo
×

সারাদেশ

কাউনিয়ার তিস্তাপাড়ে মশাল মিছিল

Icon

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২২ এএম

কাউনিয়ার তিস্তাপাড়ে মশাল মিছিল

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল সেতু পাড়ে মশাল হয়েছে। মঙ্গলবার রাতে মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি নদী পাড়ের হাজার হাজার বাসিন্দা অংশ নেন।

তিস্তা নদী ইস্যুতে ৪৮ ঘণ্টার কর্মসূচি দিয়েছিল বিএনপি। সেই কর্মসূচির দ্বিতীয় দিনে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

কাউনিয়া পয়েন্টে মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম সফি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান পলাশ, হারাগাছ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নূরুল আমিন দাজুসহ দলটির উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা।

সোমবার কর্মসূচির প্রথম দিন অতিবাহিত করে তিস্তা পাড়েই তাঁবুতে রাতযাপন করে লাখো মানুষ। রাতে রংপুর অঞ্চলের সংস্কৃতি তুলে ধরে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তিস্তাপাড়ের মানুষের জীবন নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। যার মাধ্যমে তিস্তার করুন চিত্র তুলে ধরা হয়। দ্বিতীয় দিনের কর্মসূচিতেও সকাল থেকেই কাউনিয়ায় তিস্তা নদীর তীরে নামে মানুষের ঢল। জাগো বাহে, তিস্তা বাঁচাই এ স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে রংপুরের কাউনিয়া তিস্তা রেল সেতু এলাকা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম