Logo
Logo
×

সারাদেশ

সিলেটে ছাত্র হত্যার আসামি তাহমিনের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগ

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫২ এএম

সিলেটে ছাত্র হত্যার আসামি তাহমিনের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগ

ছবি: যুগান্তর

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি চাচা তাহমিন আহমেদ প্রবাসী স্বজনের সম্পত্তি আত্মসাতেও পারদর্শী বলে অভিযোগ করেছেন তার আপন ভাতিজি ফারহাত শারলিন।  

তাহমিনের প্রভাব ও ইন্ধনে চাচা সাব্বির আহমদ, সাদেক আহমদ, জুবায়ের আহমদ ও আহসান আহমদ একজোট হয়ে হামলা, মামলা এবং হুমকি-ধমকিতে জীবন অতিষ্ঠ করে তুলেছে বলে অভিযোগ করেন ভাতিজি ফারহাত শারলিন। তার রোষানল থেকে জানমাল রক্ষায় অন্তর্বর্তী সরকার ও প্রশাসনের সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মঙ্গলবার সিলেটে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। 

সিলেট নগরীর রামেরদিঘীরপাড় মির্জাজাঙ্গাল এলাকার সালেহ আহমদের মেয়ে ফারহাত শারলিন। তিনি তাহমিনসহ তার আপন পাঁচ চাচার বিরুদ্ধে বসতঘর এবং পৈতৃক সম্পত্তি আত্মাসাতের চেষ্টার অভিযোগ করেন। 

শারলিন বলেন, তার বাবা যুক্তরাষ্ট্র প্রবাসী সালেহ আহমদ একজন অপেন হার্ট সার্জারির রোগী। তার বাবা চাচারা ৮ ভাই ও ৫ বোন। ২০০১ সাল থেকে সম্পত্তি নিয়ে চাচা আহসান আহমদ, তাহমিন আহমদ, সাব্বির আহমদ, জুবের আহমদ ও ছাদেক আহমদের সঙ্গে তার বাবা সালেহ আহমদ, অপর চাচা খালেদ আহমদ ও তোফায়েল আহমদের বিরোধ চলে আসছে। 

অপর ৪ চাচাকে সঙ্গে নিয়ে তাহমিন আহমদ আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে তার বাবা এবং আমেরকিা প্রবাসী অপর দুই চাচার সম্পত্তি আত্মসাতের চেষ্টা করে আসছেন। 

শারলিন অভিযোগ করেন, বাবা ও চাচা প্রবাসে থাকায় প্রতিপক্ষ তাহমিন আহমদ লালিত সন্ত্রাসী দিয়ে বাসাবাড়ি দখল করে এককভাবে সম্পত্তি আত্মসাৎ করার পাঁয়তারা করছেন বলেও অভিযোগ করেন তিনি। 

সংবাদ সম্মেলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের চিহ্নিত দোসর এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলাকারী হিসেবে হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি তাহমিন আহমদের রোষানল থেকে তিনি এবং তার বাপ-চাচার জানমাল রক্ষায় অন্তর্বর্তী সরকার ও প্রশাসনের সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেন ফারহাত শারলিন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম