Logo
Logo
×

সারাদেশ

সিলেটে প্রবাসীর ভূমি দখলের অভিযোগে গ্রেফতার ১

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৯ এএম

সিলেটে প্রবাসীর ভূমি দখলের অভিযোগে গ্রেফতার ১

প্রতীকী ছবি

যুক্তরাজ্য প্রবাসীর ভূমি অবৈধভাবে দখলের অভিযোগে সিলেটে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর ক্বিনব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আলী মোশারফ খান (৪৬) দক্ষিণ সুরমার লাউয়াই মোহাম্মদপুরের মিয়া খানের ছেলে। তিনি বর্তমানে কোতোয়ালি থানাধীন মিরাবাজার আগপাড়ার বাসিন্দা। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওয়ারেন্ট অফিসার ইখতিয়ার উদ্দিন ভুঁইয়া।

পুলিশ জানায়, গ্রেফতার আলী মোশারফ খানের বিরুদ্ধে ভূমিসংক্রান্ত বিষয়ে মামলা ও পরোয়ানা ছিল। গত সোমবার ক্বিনব্রিজের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। দক্ষিণ সুরমার লাউয়াই মোহাম্মদপুরের আব্দুল গফুর চৌধুরীর ছেলে যুক্তরাজ্যপ্রবাসী গোলাম আম্বিয়া (৭৩) গত বছরের ১৫ জুলাই সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে ভূমি দখলের অভিযোগে মামলা করেন। মামলায় একমাত্র আসামি করা হয় আলী মোশারফ খানকে।

আদালত মামলা নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। পিবিআইয়ে কর্মরত এসআই তারিকুল ইসলাম মামলার তদন্ত করে গত বছরের ৩১ ডিসেম্বর আদালতে প্রতিবেদন দেন। 

প্রতিবেদনে আলী মোশারফ খানের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে অপরাধের প্রমাণ পাওয়ার বিষয়টি উল্লেখ করে পিবিআই। পরে অভিযুক্তের বিরুদ্ধে আদালত সমন জারি করেন; কিন্তু তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর আলী মোশারফ খান পলাতক ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম