Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে বৈষম্যবিরোধীদের একাংশের সড়ক অবরোধ-বিক্ষোভ

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৬ পিএম

চট্টগ্রামে বৈষম্যবিরোধীদের একাংশের সড়ক অবরোধ-বিক্ষোভ

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন ইউনিটের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছেন সংগঠনটির একাংশের নেতাকর্মীরা। 

মঙ্গলবার দুপুর দেড়টা থেকে দুই ঘণ্টারও বেশি সময় ধরে নগরীর লালখান বাজার এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন তারা। এর ফলে লালখান বাজারসহ আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। 

এদিকে দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করে ৫০ সদস্য পদত্যাগ করার ঘোষণা দেন। 

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, ঘোষিত কমিটিতে ব্যবসায়ী, নারী হেনস্তায় অভিযুক্ত এবং কিশোর গ্যাংয়ের সদস্যদের স্থান দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলন থেকে এসব কমিটি বাতিলসহ তিন দফা দাবি দেওয়া হয়েছে। 

দাবি আদায় না হওয়া পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- নতুন কমিটিতে চট্টগ্রাম দক্ষিণ জেলার জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক পদে থাকা জোবায়রুল আলম, নগর কমিটির যুগ্ম আহবায়ক পদে থাকা চৌধুরী সিয়াম ইলাহি ও সংগঠক আবু বাছির নাঈম।

সংবাদ সম্মেলনে চৌধুরী সিয়াম ইলাহী বলেন, কেন্দ্র থেকে যে তিনটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে সেগুলো একপক্ষীয়। ২৪-এর স্পিরিটের সঙ্গে বেইমানি করা হয়েছে। আন্দোলনে যারা ছিল তাদের কমিটিতে না রেখে যারা ৫ আগস্ট পরবর্তী বিভিন্ন কর্মসূচিতে এসে জ্বালাময়ী বক্তব্য রেখেছে তাদের আহবায়ক, সদস্য সচিব করা হয়েছে। যারা আন্দোলনে মূখ্য ভূমিকা পালন করেছে তাদের মাইনাস করে এ কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, এ কমিটিতে সনাতনীসহ অন্যান্য ধর্মালম্বীদের কোনোভাবে মূল্যায়ন করা হয়নি। নারী সহযোদ্ধা যারা ফ্রন্ট লাইনে ছিলেন তাদের অবমূল্যায়ন করা হয়েছে। এর সম্পূর্ণ দায়ভার কেন্দ্রের। আমাদের যাদের এ কমিটিতে বিভিন্ন পদে রাখা হয়েছে আমরা এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি। সেই সঙ্গে আমরা ওই কমিটিগুলো থেকে পদত্যাগের ঘোষণা করছি।

তিন দফা দাবিগুলো হলো- মঙ্গলবার বিকাল ৩টার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম নগর, উত্তর এবং দক্ষিণের কমিটি বাতিল করতে হবে। মূল আন্দোলনকারীদের নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে অন্তর্র্বর্তী কমিটি গঠন করতে হবে। আগামী তিন দিনের মধ্যে কমিটি গঠনের আগে অভিযুক্ত সকল ব্যক্তির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যক্তির পছন্দে গঠিত কমিটিসমূহ গঠনের সঙ্গে জড়িত সবার নাম-পরিচয় প্রকাশ করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দুপুরের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ। 

মঙ্গলবার দুপুরের পর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন- ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামে উদ্ভুত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান আজ সন্ধ্যার আগে করা না হলে আমি এবং সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেওয়া সহযোদ্ধাসহ এই প্লাটফর্ম থেকে সরে যেতে বাধ্য হব।’

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত একদল শিক্ষার্থী নগরীর লালখান বাজার এলাকায় ফ্লাইওভারে ওঠার প্রবেশমুখে মূল সড়কের একপাশে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। তবে এসময় সড়কের অন্যপাশ দিয়ে ধীরগতিতে হলেও যানবাহন চলাচল করতে দেখা যায়। এতে করে নগরীর ওয়াসা, জিইসি, দুই নম্বর গেট, মুরাদপুর ও বহদ্দারহাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।  

সোমবার দিবাগত রাত ১২টার দিকে আগামী ৬ মাসের জন্য চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিজাউর রহমানকে আহবায়ক ও সরকারি সিটি কলেজের শিক্ষার্থী নিজাম উদ্দিনকে সদস্যসচিব করে ৩১৫ সদস্যের কমিটি দেওয়া হয় চট্টগ্রাম মহানগরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবাইর হোসেনকে আহবায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদুল ইসলামকে সদস্যসচিব করে ৩২৭ সদস্যের চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি ঘোষণা দেওয়া হয়। 

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াছির আরফিন চৌধুরীকে আহবায়ক ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রইছ উদ্দিনকে সদস্য সচিব করে ১১২ সদস্যের কমিটি দেওয়া হয় চট্টগ্রাম উত্তর জেলায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম