Logo
Logo
×

সারাদেশ

সিলটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫১ পিএম

সিলটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

সিলেট বিভাগের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িতের পক্ষ থেকে সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি তোলা হয়েছে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

লন্ডনে অবস্থানরত কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী প্রেরিত স্মারকলিপিতে বলা হয়, ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সিলেট বিভাগের প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। বিশ্বের অন্যান্য দেশে আরও ১ কোটি ৫০ লাখ মানুষ এই সিলটি ভাষায় কথা বলেন। যার পৃথক বর্ণমালা আছে, যা সিলটি নাগরিলিপি নামে পরিচিত; যা বাংলা ভাষার বর্ণমালা থেকে সম্পূর্ণ পৃথক ও বাংলা ভাষা থেকে পৃথক ভাষা। বাংলাদেশের বাংলা ভাষা ছাড়া সিলটি একমাত্র ভাষা, যার পৃথক বর্ণমালা বা অক্ষর আছে এবং এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

গত ১৭ ফেব্রুয়ারি দুপুর ১টায় বাংলাদেশ হাইকমিশনের মিশনপ্রধান মুহাম্মদ শাহরিয়ারের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, বিশ্বের ৯৭তম ভাষা এই সিলটি ভাষা। এ ভাষায় অনেক সাহিত্য, পুঁথি, কবিতা ও উপন্যাস রচিত হয়েছে। অনেকেই এই ভাষার ওপর ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। সিলটি নাগরিলিপি বা অক্ষর আজ অবহেলিত। সিলটি নাগরি অক্ষর চর্চার জন্য সিলেট বিভাগের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে এ ভাষার অক্ষর চর্চার কার্যক্রম চালুর দাবি জানানো হয়।

স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলনে সিলেট বিভাগবাসী ও সিলটি পাঞ্চায়িত বিশেষ ভূমিকা পালন করেছে। আমেরিকার ২য় রাষ্ট্র ভাষা স্পেনিস, কানাডায় ফ্রেঞ্চ, ইউকেতে গেইলিক ভাষার চালু আছে। এই সিলটি ভাষাকে ২য় রাষ্ট্র ভাষা করার দাবিতে ইতিপূর্বে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

স্মারকলিপিতে অবিলম্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাসে সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয়ত রাষ্ট্র ভাষা ঘোষণার জোর দাবি জানান সিলটি পাঞ্চায়িতের সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম