Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে যুগান্তরের রজতজয়ন্তী পালিত

Icon

যুগান্তর প্রতিবেদন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫০ পিএম

রূপগঞ্জে যুগান্তরের রজতজয়ন্তী পালিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে পাঠকপ্রিয় দৈনিক যুগান্তর পত্রিকার রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার বিকালে পূর্বাচল ৩নং সেক্টরের রূপগঞ্জ সাংবাদিক কার্যালয়ে যুগান্তরের স্টাফ রিপোর্টার (রূপগঞ্জ) রাসেল মাহমুদের সভাপতিত্বে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা মরহুম নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা হরা হয়। যুগান্তরের প্রকাশক ও যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলামের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন সোনার মদিনা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হামিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দৈনিক সংবাদ পত্রিকার পূর্বাচল প্রতিনিধি ইমদাদুল হক দুলাল, দৈনিক আলোকিত সকাল পত্রিকার সোহেল কবির, দৈনিক বাংলাদেশের খবরের রূপগঞ্জ প্রতিনিধি, এন বি আকাশ, বাংলা ট্রিবিউনের লিখন রাজ, সাজিদ, হৃদয়, হাফেজ মাসুদ আজহারুল প্রমুখ। পরে কেক কেটে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম